খেলাধুলা

অ্যাশেজের প্রথম টেস্টেই স্টার্ক ঝড়: অশ্বিনকে ছাড়িয়ে বুমরাহর পাশে অজি পেসার

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট শিকারের মহাপ্রলয় তুলে একের পর এক রেকর্ড ভেঙে দিলেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ভারতের সাবেক তারকা রবীচন্দ্রর অশ্বিনকে পেছনে ফেলেছেন।

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম বল থেকেই তারা পড়ে যায় স্টার্ক ঝড়ের মুখে। অসাধারণ ছন্দে বল করতে থাকা স্টার্ক প্রথম ইনিংস শেষ করেন তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৫৮ রানে ৭ উইকেট নিয়ে।

এই অর্জনের মধ্য দিয়ে ডব্লিউটিসি ইতিহাসে স্টার্কের মোট উইকেট হলো ১৯৬। যেখানে অশ্বিনের নামের পাশে রয়েছে ১৯৫। অর্থাৎ, তিনি এখন তালিকার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার সামনে আছেন কেবল নাথান লায়ন ও প্যাট কামিন্স।

আরও একটি দারুণ মাইলফলক ছুঁয়ে ফেললেন স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি জাসপ্রিত বুমরাহর পাশে এসে দাঁড়ালেন। দুজনেরই এখন ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে ৫টি করে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।

শুধু তাই নয়, এই ৭ উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি অ্যাশেজ সিরিজে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। তার আগে ইংল্যান্ডের ৭ ও অস্ট্রেলিয়ার ১২ জন এই মাইলফলক ছুঁয়েছিলেন। অ্যাশেজ সিরিজে মাত্র ২৩ ম্যাচ খেলে ১০০ উইকেট পেরিয়ে গেলেন তিনি।

এছাড়া আজ ৭ উইকেট শিকারের মধ্য দিয়ে তার মোট উইকেট সংখ্যা বেড়ে হয়েছে ৪০৫টি। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টলি অ্যাব্রোসের সমান। ৪১৪ উইকেট নিয়ে তার সামনে আছেন কেবল পাকিস্তানের ওয়াসিম আকরাম। এই সিরিজেই হয়তো ওয়াসিমকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবেন স্টার্ক।

স্টার্কের আগুনে স্পেলের দৌলতেই ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। তাকে সহায়তা করেন ব্রেন্ডন ডগেট (২ উইকেট) ও ক্যামেরন গ্রিন (১ উইকেট)। ফলে ম্যাচের শুরুতেই কাঁপতে থাকে ইংলিশরা। আর অস্ট্রেলিয়া পেয়ে যায় শক্ত ভিত।