অর্থনীতি

ঢাবির ফিন্যান্স বিভাগকে ডিজিটাল বোর্ড উপহার দিল ওয়ালটন

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগকে ডিজিটাল বোর্ড উপহার দেওয়া হয়েছে।

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের  অংশ হিসেবে বিভাগটিতে বিশাল স্ক্রিনের ফোরকে সিনেক্সা প্রযুক্তির ইন্টারেক্টিভ ডিসপ্লে প্রদান করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং আধুনিক শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই উদ্যোগের মাধ্যমে ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য এবং প্রযুক্তির প্রতি দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আরো আগ্রহী করে তুলবে। 

বুধবার (১৯ নভেম্বর) ফিন্যান্স বিভাগে আনুষ্ঠানিকভাবে ওই বোর্ড প্রদান করা হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের হাতে ডিজিটাল বোর্ড তুলে দেন ওয়ালটনের স্বতন্ত্র পরিচালক ও সিএসআর কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী এফসিএ, এফসিএস।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের স্বতন্ত্র পরিচালক ও ঢাবির ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. সাদিকুল ইসলাম পিএইচডি, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরক্টের ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস।

আখতার মতিন চৌধুরী বলেন, “ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিএসআর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বদাই শিক্ষা খাতকে প্রধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাবির ফিন্যান্স বিভাগকে এই ডিজিটাল বোর্ড প্রদান করা হলো। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করছি।”

অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন বলেন, “এই ধরনের প্রযুক্তিগত সহায়তা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাহায্য করবে। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসরুমে এই প্রযুক্তি ব্যবহার করে বিশেষভাবে উপকৃত হবেন এবং প্রযুক্তির সঙ্গে নিজেদেরকে অভ্যস্ত করতে সুযোগ পাবেন। ওয়ালটন ডিজিটাল বোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য উৎপাদনে দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ফিন্যান্স বিভাগে ডিজিটাল বোর্ডের মতো প্রযুক্তিগত সহায়তা প্রদান করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরক্টের ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস বলেন,“ওয়ালটনের সিএসআর কার্যক্রমের আওতায় ঢাবির ফিন্যান্স বিভাগকে প্রযুক্তিগত এই সহায়তা দেওয়া হলো। ওয়ালটনের ডিজিটাল বোর্ডটি লেখার বোর্ড, টিভি ও কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যাবে। এতে ১২টি কালার রয়েছে। এগুলো ব্যবহার করে লেখার কাজগুলো করা যাবে। আছে সেভ করার অপশনও। বোর্ডে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ ডিভাইসও রয়েছে। আমাদের প্রত্যাশা, ফিন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই বোর্ডটি ব্যবহারের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন।”

ওয়ালটনের সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য বিশাল পর্দার এই ডিসপ্লে আধুনিক প্রতিষ্ঠানগুলোকে মাল্টিমিডিয়া ব্যবহারে দিচ্ছে অনন্য অভিজ্ঞতা। করপোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার কথা বিশেষভাবে বিবেচনায় রেখে ওয়ালটন এই সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লে বা ডিজিটাল বোর্ড তৈরি করেছে।

ডিজিটাল বোর্ড স্মার্ট ও অ্যান্ড্রয়েডের কাজ করবে। অফিশিয়াল কাজে এটি ব্যবহার করা যাবে। মোবাইলে যা যা করা যায়, এই বোর্ড-এর মাধ্যমে তার সবই করা যাবে বলে জানান ওয়ালটনের কর্মকর্তারা।