কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত ও ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানিয়েছে, বিজিবির বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানিয়েছেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।