ভূমিকম্পে মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি, পূর্ব সরদার পাড়া ও উত্তর ইসলামপুর এলাকায় তিনটি ভবনে ফাটল ধরেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো মানিকগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়।
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আমিনউদ্দিনের তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের দেয়ালে ফাটল ধরেছে। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সানজানা আক্তার রাত্রি জানিয়েছেন, ভূমিকম্পের পর তাদের ফ্ল্যাটের রান্নাঘর ও শয়নকক্ষের দেয়ালে ফাটল দেখা যাচ্ছে।
পাঁচঘরিয়াকান্দি এলাকার হুমায়ুন কবীর জানিয়েছেন, তার টিনশেড ভবনের দেয়ালে বড় আকারের ফাটল দেখা দিয়েছে।
পূর্ব সরদার পাড়ার জাহাঙ্গীর আলম ঢালীর ভবনের সিঁড়িতে ফাটল ধরায় আতঙ্কে আছেন তার পরিবারের সদস্যরা।