মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিষয়টি স্বীকারও করেছেন তিনি। জেলেনস্কি জানিয়েছেন, হয় ইউক্রেনকে তার আত্মমর্যাদা বিসর্জন দিতে হবে নতুবা প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করতে হবে।
জেলেনস্কি ইউক্রেনীয়দের সতর্ক করে বলেছেন, “এখন আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি। ইউক্রেনের উপর কঠিন চাপ রয়েছে। কারণ দেশ অত্যন্ত কঠিন বাছাইয়ের মুখোমুখি হতে পারে: হয় মর্যাদা হারানো, অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকি। ২৮ দফা মেনে নেওয়া অথবা সামনে অত্যন্ত কঠিন শীতের মুখোমুখি হওয়া।”
তিনি বলেছেন, “আমি কখনই বিশ্বাসঘাতকতা করব না। ইউক্রেনের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত।”
মার্কিন পরিকল্পনার বিপরীতে ‘গঠনমূলক সমাধান’ খুঁজে বের করার চেষ্টা করবেন উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, “যুক্তি উপস্থাপন, বোঝানো এবং বিকল্প প্রস্তাব দিতে তিনি প্রস্তুত। কিন্তু এই পরিস্থিতিকে কখনই এমন ধারণা তৈরি করতে দেবেন না যে ইউক্রেন শান্তি চায় না বা যুদ্ধের অবসান ঘটানোর প্রক্রিয়া ব্যাহত করছে। এটি ঘটবে না।”
তিনি জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার এবং পরের সপ্তাহে ‘যতক্ষণ সময় লাগে’ মার্কিন পরিকল্পনা সংশোধন করার জন্য ২৪ ঘণ্টা কাজ করবেন, যাতে ‘সমস্ত বিষয়ের মধ্য থেকে কমপক্ষে দুটি বিষয় যেন বাদ না পড়ে: ইউক্রেনীয়দের মর্যাদা এবং স্বাধীনতা।’
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, “কারণ বাকি সবকিছু এর উপর ভিত্তি করে - আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের ভূমি, আমাদের জনগণ এবং ইউক্রেনীয় ভবিষ্যত।”
প্রতিদিনের আক্রমণ অব্যাহত থাকায় ইউক্রেনীয়রা অকল্পনীয় চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা অবশ্যই ইস্পাত দিয়ে তৈরি। কিন্তু যেকোনো ধাতু, এমনকি সবচেয়ে শক্তিশালীও সব সহ্য করতে পারবে না।”