খেলাধুলা

শততম টেস্ট: সেঞ্চুরি ও ফিফটিতে পন্টিংয়ের পাশে মুশফিকুর

মুশফিকুর রহিম কী সেঞ্চুরিটা মিস-ই করলেন! শততম টেস্ট ম‌্যাচে সেঞ্চুরির পর ফিফটি করে অপরাজিত তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক আউট হওয়ার পরপর ইনিংস ঘোষণা করলেন ৫০৮ রানের লিড নিয়ে। মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত।

শততম টেস্টে জোড়া সেঞ্চুরির সুযোগ নিশ্চিতভাবেই ছিল। কিন্তু মধ‌্যাহ্ন বিরতির পর মাত্র ১০ মিনিট ব‌্যাটিং করলো বাংলাদেশ। বোঝাই যাচ্ছিল, মুশফিকুরের সেঞ্চুরি নয়, দল অপেক্ষা করছিল মুমিনুলের সেঞ্চুরির জন‌্য। ৮৭ রানে মুমিনুল আউট হওয়ার পরপরই ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন নাজমুল। মুশফিকুরকে ডেকে ইনিংস ঘোষণা করেন তিনি। দুই পেসার তৈরিই ছিলেন। ইনিংস ঘোষণার সঙ্গে সঙ্গে খালেদ ও ইবাদত মাঠে ঢুকে বোলিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেন।

প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ডে মুশফিকুর নিজের নাম তোলেন। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলেও অনন‌্য একটি রেকর্ড গড়লেন। শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটির রেকর্ডে রিকি পন্টিংয়ের পরই তার নাম।

অবশ‌্য অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক পন্টিং দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। প্রথমটিতে ১২০। পরেরটিতে ১৪৩ রানে অপরাজিত। মুশফিকুর ১০৬ রানের পর, দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে নট আউট।

শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড আছে মোট এগার ব‌্যাটসম‌্যানের। এর মধ‌্যে কেবল চারজনই দ্বিতীয় ইনিংসে ব‌্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। পন্টিং ও মুশফিকুর বাদে দ্বিতীয় ইনিংসে ব‌্যাটিং করতে পেরেছেন ইনজামাম উল হক ও জো রুট। ইনজামাম ভারতের বিপক্ষে ২০০৫ সালে ১৮৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত থাকেন। রুট ২০২১ সালে চেন্নাইতে ভারতের বিপক্ষে ২১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। বাকিরা কেউই দ্বিতীয় ইনিংসে ব‌্যাটিংয়ের সুযোগ পাননি।

সেই তালিকায় আছেন কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ‌্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার।

সিলেট টেস্টের পর এই ঢাকা টেস্টেও জয় পেতে মুখিয়ে বাংলাদেশ। আয়ারল‌্যান্ডকে পাঁচ সেশনে ব‌্যাটিংয়ে পাঠিয়ে কঠিন চ‌্যালেঞ্জ দিল বাংলাদেশ। মুশফিকুরের সেঞ্চুরির অপেক্ষা করলে আরো ঘণ্টাখানেক কিংবা তার বেশি সময় ব‌্যাটিং করতে হতো। সেই সুযোগটি নেয়নি টিম ম‌্যানেজমেন্ট।