মার্কিন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলের জন্য একটি সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে বড় ধরনের আমেরিকান বাহিনী মোতায়েনের মধ্যে ‘সামরিক তৎপরতা’ বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে।
শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গতকাল শুক্রবার এফএএ’র জারি করা সতর্কতায় ‘ভেনেজুয়েলা বা তার আশেপাশে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক তৎপরতা বৃদ্ধি’ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি বিমানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যদিও সংস্থাটি ভেনেজুয়েলার ওপর দিয়ে ফ্লাইট নিষিদ্ধ করার কথা বলেনি।
এফএএ বলেছে, ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি বৃদ্ধির কারণে দেশটির আকাশসীমায় নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে, যা কিছু ক্ষেত্রে ফ্লাইটে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
এফএএ আরো জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে এবং হাজার হাজার সামরিক ও রিজার্ভ বাহিনীর ব্যাপক সমাবেশ ঘটেছে। তবে এফএএ এটাও বলেছে যে, ভেনেজুয়েলা কখনো বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্যবস্তু করার ইচ্ছা প্রকাশ করেনি।
এফএএ এই অঞ্চলে পরিচালিত মার্কিন বেসামরিক বিমান চলাচলের ঝুঁকিপূর্ণ পরিবেশ পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং যথাযথভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স শুক্রবার জানিয়েছে যে, তারা অক্টোবরে ভেনেজুয়েলার ওপর দিয়ে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। ডেল্টা এয়ার লাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানালেও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ, হাজার হাজার সৈন্যসহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ স্টিলথ বিমান মোতায়েন করার কারণেও আকাশসীমা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন বাহিনী ল্যাটিন আমেরিকান মাদক পাচারকারী কার্টেলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন কারাকাসের বিরুদ্ধে বাগাড়ম্বর বাড়ানোর পাশাপাশি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহার করতে পারে, যার মধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও রয়েছে।
ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজের ওপর চলমান আক্রমণে মার্কিন বাহিনী জড়িত। সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র প্রায় ২০টি নৌযানে আক্রমণ করেছে, যার মধ্যে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
কিন্তু মার্কিন সামরিক বাহিনী এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে, এসব জাহাজ এবং তাদের যাত্রীরা অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল বা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল। ফলে আইন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় প্রকাশ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর অভিযোগ এনেছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, ভেনেজুয়েলার আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার আগে মার্কিন বিমান সংস্থাগুলোকে এখন থেকে এফএএ-কে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।