আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ জরুরি ঘোষণা দেন তিনি।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, “আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”
প্রথম বন্ধনী ব্যবহার করে তিনি আরো লিখেছেন, “ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিসিয়াল ঘোষণা আসবে।”