দুইদিনে পরপর চারবার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কজনিত কারণে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চলবে।
শনিবার (২২ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, “গত দুইদিনে পরপর ভূমিকম্পের কারণে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। আমাদের ভবনগুলোও ঝুঁকিপূর্ণ। সবাই মানসিকভাবে অনেকটা কঠিন সময় পার করছে। এই অবস্থায় ক্লাস-পরীক্ষায় বসার মতো অবস্থায় অনেকেই নেই।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত আগামীকাল রবিবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”
এদিকে, ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণার পর শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন অফিস।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, “অনিবার্য কারণবশতঃ আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সব পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক-কর্মকর্তাগণের গাড়ি যথারীতি চালু থাকবে।”