আইন ও অপরাধ

মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনের সড়কে বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের উল্টাপাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে, গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এবং রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।