কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের আওতাধীন জামালপুর বিওপির টহল দল তাকে সীমান্ত পিলার ১৫২/৬ এস সংলগ্ন এলাকা থেকে আটক করে।
টহল দলের নেতৃত্বে থাকা হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা। তার নামে ওপেনদার (৩০)। প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে তাকে বিজিবি সদস্যরা আটক করে।
তিনি আরো জানান, আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুইটি টিকিট পাওয়া গেছে।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।