রাজনীতি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক 

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রীর শেরিং তোবগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। 

বৈঠকে এনসিপির নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করে দুই দেশের সম্পর্ক কীভাবে আরো গভীর করা যায়, তা নিয়ে আলোচনা করেন। গণঅভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুই দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন তারা।