সারা বাংলা

বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বগুড়ায় আরিফা আকতার শম্পা (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের কৈ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধারের সময় নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল।

নিহত শম্পা বগুড়ার কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে শম্পা প্রেমের সম্পর্কের কারণে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রিয়াজুল জান্নাতকে। বিয়ের পর তারা বগুড়া শহরের কৈ পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। রবিবার শম্পার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও শম্পার স্বজনরা রিয়াজুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ রিয়াজুলকে নিজেদের হেফাজতে নেয়।

শম্পার স্বজনদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে রিয়াজুল যৌতুকের জন্য শম্পাকে চাপ দিচ্ছিল। এ জন্য শম্পাকে মারধরও করা হতো। ঘটনার কিছু আগে, শম্পা তার বাবাকে মোবাইলে জানান, তাকে মেরে ফেলা হচ্ছে। তারা দ্রুত শম্পার ভাড়া বাসায় যান। সেখানে তারা শম্পাকে মৃত অবস্থায় পান। এ সময় তার গলায় গামছা প্যাঁচানো ছিল।

আটক রিয়াজুল জানিয়েছেন, দুপুরে খাবার খাওয়ার পর তিনি মানিকচকে নিজের কর্মস্থলে চলে যান। সন্ধ্যায় বাড়ি এলে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। পরে পাশের ঘরে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় স্ত্রীকে দেখতে পান তিনি।   

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, রিয়াজুলকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।