বিনোদন

থমকে গেছে ক্রিকেটার-গায়কের বিয়ে: বাবার পর স্মৃতির হবু বর হাসপাতালে

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। ফলে থমকে যায় বিয়ে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছাল। 

এনডিটিভির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, স্মৃতির হবু বর সংগীতশিল্পী পালাশ মুচ্ছাল অসুস্থ হয়ে পড়েছেন। ভাইরাসজনিত সংক্রমণ ও এসিডিটি বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার সমস্যা গুরুতর নয়, পরে চিকিৎসা দিয়ে গতকাল সন্ধ্যায় হোটেলে ফিরেন। 

সর্বহিত হাসপাতাল ও ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন স্মৃতির বাবা শ্রীনীবাস। এ হাসপাতালের  চেয়ারম্যান ও নিউরো ফিজিশিয়ান নমান শাহ বলেন,  “গতকাল বিকেল ১টা ৩০ মিনিটের দিকে তার এনজাইনা শুরু হয়, ২টা ১৫ মিনিটে তাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। সোমবার (২৪ নভেম্বর) আমরা আরো কিছু পরীক্ষা করব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাঞ্জিওগ্রাফি প্রয়োজন কি না,” 

বিয়ের অনুষ্ঠান বাতিল করার তথ্য জানিয়ে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা বলেন, “আপনারা জানেন, স্মৃতি তার বাবার খুব কাছের মানুষ। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আজকের (২৩ নভেম্বর) নির্ধারিত বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এখন তিনি হাসপাতালে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমরাও খুব মর্মাহত। আমাদের একটাই চাওয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।” 

সাঙ্গলিতে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি-পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ভারতীয় নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও স্মৃতির সঙ্গে ছিলেন। গত কয়েক দিনে হবু দম্পতির জমকালো, চলচ্চিত্রের মতো সাজানো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বহু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিয়ের সেই সাজসজ্জা এখন খুলে ফেলা হচ্ছে। বিয়ের জন্য আরো কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হবে। তবে নতুন করে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি।