বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২১) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২৩)। আহতের নাম উৎসব চক্রবর্তী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতি থাকায় ফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় মোটরসাইকেল একটি দোকানের দেয়ালে ধাক্কা দেয়। দোকানের দেয়াল ও শাটার ভেঙে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মেহেদী ও শাহাবুল হাসান মারা যান।
আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।”