ঘরের মাঠে ভারত সব সময় দাপুটে দল। সেটা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট হোক। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো ধুকছে তারা। প্রথম টেস্ট তিনদিনেই হারার পর গৌহাটি টেস্টেও বিপদের মুখে ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের জবাবে ভারত ৮৩.৫ ওভারে মাত্র ২০১ রানে অলআউট হয়েছে। তাতে ১৫ বছর পর ঘরের মাঠে ফলোঅনে পড়ে স্বাগতিকরা।
কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের দিয়ে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নামে। ৮ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ২৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তাদের লিড বেড়ে হয়েছে ৩১৪ রান। রায়ান রিকেলটন ১৩ ও এইডেন মার্করাম ১২ রানে অপরাজিত আছেন।
তার আগে ফলোঅন এড়াতে ভারতকে করতে হতো ২৯০ রান। কিন্তু তারা ২০১ রানে অলআউট হয়। ভারত ২০০ রানের নিচে অলআউট হতে পারত, যদি কুলদীপ ও ওয়াশিংটন সুন্দর অষ্টম উইকেটে ২০৮ বলে ৭২ রানের জুটি না গড়তেন। ভারত ১২২ রানেই সপ্তম উইকেট হারিয়েছিল। এরপর কুলদীপ ও ওয়াশিংটন দলীয় সংগ্রহকে ১৯৪ পর্যন্ত টেনে নেন। ওয়াশিংটন দলীয় এই রানে ব্যক্তিগত ৪৮ রানে আউট হন। দলীয় একই রানে কুলদীপ ফিরেন ১৩৪ বলে ১৯ রানের লড়াকু এক ইনিংস খেলে। ২০১ রানের মাথায় জাসপ্রিত বুমরাহ আউট হন ৫ রান করে। তাতে ভারতের ইনিংসের যবনিকাপাত ঘটে।
বল হাতে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মার্কো জানসেন। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও গতি আর সুইংয়ের ঝড় তুলে ৬ উইকেট শিকার করেন মাত্র ৪৮ রান দিয়ে। সিমন হারমার নেন ৩টি উইকেট ৬৪ রানে। অপর উইকেটটি নেন কেশভ মহারাজ।