রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হলো বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে।
গত ১৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১৯-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মো. রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কৃষি মন্ত্রণালয়ে কর্মরত মো. নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মো. সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত মো. ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মো. নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি-কে নির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় কমিটির নেতারা বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং ঢাকায় কর্মরতদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আত্মনিয়োগ করার পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারবেন।
তারা আরো বলেন, সবাই একত্রিত হওয়ার জন্য আজকের এই আয়োজন। এই সংগঠনের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম পাব, যা আমাদের সব ধরনের সমস্যা সমাধানে সহায়ক হবে।
নবগঠিত কমিটির কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।