সারা বাংলা

ময়মনসিংহে ক্লিনিকে অভিযানে কারাদণ্ড-জরিমানা 

ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে নগরীর চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় শুরু হওয়া অভিযান বিকেল পর্যন্ত চলে।

কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় প্রায় পৌনে ৫ লাখ টাকা জরিমানা, ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের অভিযান পরিচালনা করেন।

শাহ মোহাম্মদ জোবায়ের জানান, অভিযানে রয়েল কেয়ার হাসপাতালকে ১ লাখ টাকা, নিউ নাগরিক হাসপাতালকে ১ লাখ টাকা, দিবা-রাত্রি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা এবং আরো দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে রুম্পা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এছাড়া তিন প্রতিষ্ঠানের দুইজনকে ১০ দিনের এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।