জাতীয়

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল

রাজধানীতে গত ২১ নভেম্বর ভূমিকম্পের জেরে সচিবালয়ের নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস থাকা ভবনটির ১০ তলা ও তার আশপাশের কয়েকটি স্থানে এই ফাটল সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে ভবনে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ভবনটি ঘুরে দেখা যায়, ১০ তলার ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের অংশে উত্তর পাশের দেয়ালে বড় আকারের ফাটল তৈরি হয়েছে। পলেস্তরাও খসে পড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এর একতলা উপরের ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালেও মাঝ বরাবর ফাটল দেখা যায়।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবনে এমন ফাটল দেখা দুশ্চিন্তা বাড়ায়। ভবনটি চালুর বয়স এখনো এক বছরও হয়নি।”

তবে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, যে ফাটলগুলো দেখা গেছে তা মূল কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ নয়। নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেয়ালের কিছু স্থানে ফাটল ধরেছে, কিন্তু স্থাপনার পিলার বা মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে, ফাটলগুলো শিগগিরই প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে ঠিক করা যাবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশ কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী অঞ্চলে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। পরবর্তীতে ঢাকায় আরও দুটি হালকা কম্পন অনুভূত হয়।

৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ তলা বিশিষ্ট সচিবালয়ের ১ নম্বর এই ভবনটি চলতি বছরের মে মাসে চালু হয়। ২০১৮ সালে একনেকে অনুমোদিত প্রকল্পটির দুটি বেজমেন্টসহ পুরো নির্মাণকাজ শেষ হয় গত বছরের ডিসেম্বর মাসে।

ভবনের ফাটল কীভাবে হলো, গঠনগত কোনো জটিলতা আছে কি না—তা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও প্রশাসনের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। তবে আপাতত ভবনটি ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রকৌশলীরা।