নড়াইলে ট্রাকের ধাক্কায় আকবার মোল্যা (৬৮) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার নওয়াপাড়া-নড়াইলে সড়কের গোবরা মিত্র কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া আকবার উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকসেদ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গেছে, সোমবার সন্ধ্যার দিকে যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিল। গোবরা মিত্র কলেজের সামনে ট্রাকটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানচালক আকবার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে আকবারকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”