সারা বাংলা

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য মারাত্মকভাবে যখম হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর মধ্য ভোরা এলাকায় সোমবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে। ঘটনার সঙ্গে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। আটককৃত ছিনতাইকারী হলো, গাজীপুর মহানগরীর ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. আব্রাহাম (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম সোমবার দিবাগত মধ্যরাতে একটি অভিযানে মধ্য ভোরা এলাকায় যান। পথে একদল ছিনতাইকারী তাদের উপর হামলা চালায়। হামলায় ওই দুই পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন। 

সেসময়ে আশপাশের লোক এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য আব্রাহামকে আটক করে। 

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য আব্দুর রশিদের কপালে ও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়। সেখানে সেলাই করতে হয়েছে। এছাড়া তার হাঁটুতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন। অপর পুলিশ সদস্য সাইফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান। তার দুটি দাঁত ভেঙে গেছে, ঠোঁটে এবং চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। একজনকে আটক করা হয়েছে সে বর্তমানে থানা হেফাজতে আছে।”