‘ভিক্ষার থালা নয়, ডিমের ডালা; একজন রুবেলের গল্প’ শিরোনামে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে গত শুক্রবার (২১ নভেম্বর) একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন নজরে আসে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে দুই হাতহীন রুবেলকে ব্যবসায়ীক মূলধন ও খাদ্য সহায়তা দেন ইউএনও আমিনুল ইসলাম। পাশাপাশি তার জরাজীর্ণ ঘরের টিন পরিবর্তনের আশ্বাসও দিয়েছেন।
হিলি পৌর এলাকার জালালপুর গ্রামের বাসিন্দা রুবেল। ১৭ বছর আগে আট বছর বয়সে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সে যাত্রায় জীবন নিয়ে কোনো রকমে বেঁচে ফেরেন। তবে, কেটে ফেলতে হয় তার দুইটি হাত।
শারীরিক অক্ষমতা নয়, মানসিক দৃঢ়তাকে নিজের জীবনের সঙ্গী করে নিয়েছেন রুবেল। দুই পাকে সঙ্গী করে দিনাজপুরের হিলি শহরে ঘুরে ঘুরে ডালা গলায় ঝুলিয়ে তিনি করেন সিদ্ধ ডিম বিক্রি। ‘পঙ্গুত্ব তাকে ভিক্ষুক নয়, বানিয়েছে ব্যবসায়ী’ এই শিরোনামে গত ১৭ নভেম্বর রাইজিংবিডি ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, “গত শুক্রবার রাইজিংবিডিতে প্রচারিত ‘ভিক্ষার থালা নয়, ডিমের ডালা; একজন রুবেলের গল্প’ ভিডিওটি দেখার পর সত্যিই আমি অনুপ্রাণিত হই। রুবেল আমাদের সমাজে এক অসাধারণ দৃষ্টান্ত। তার দুই হাত নেই, তবুও তিনি কারও কাছে সহায়তা চাননি। নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রমকে সঙ্গী করে কাঁধে ডিমের ডালা নিয়ে ব্যবসা করছেন। তার মধ্যে যে আত্মমর্যাদা ও সংগ্রামী মানসিকতা রয়েছে, তা সমাজের অনেকের জন্য শিক্ষণীয়।”
তিনি বলেন, “রুবেল ভাতা পেলেও তার ব্যবসা চালানোর মতো মূলধন ছিল না। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ মূলধন দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু খাদ্য সামগ্রীও দিয়েছি। তার বাড়ির টিনগুলোও অনেক পুরোনো হয়ে গেছে, খুব শিগগিরই সরকারি টিন দেওয়া হবে। রুবেলের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মানুষের আত্মমর্যাদা, পরিশ্রম ও সংকল্প জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে, রুবেল তারই এক জীবন্ত উদাহরণ। তার পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হাকিমপুর উপজেলা প্রশাসন।