সারা বাংলা

হত্যার পর মুখ পোড়া‌নো ব্যক্তির লাশ উদ্ধার

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত্যার পর আগুনে মুখ পুড়িয়ে দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার ক‌রেছে পুলিশ। বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে উপজেলার ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া এলাকার ধা‌নের মাঠ থে‌কে মরদেহটি উদ্ধার হয়। 

পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে গে‌ছে সন্ত্রাসীরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৪০ বছরের বেশি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, “ধারণা কর‌ছি, হত্যার পর ওই ব্যক্তির মুখ আগুনে পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিচয় এখ‌নো শনাক্ত হয়‌নি।”