আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের রায়েই দেশের ভবিষ্যৎ ঠিক হবে।”
তিনি বলেন, “নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা এ দেশের মানুষ প্রতিহত করবে।”