ঢাকার ধামরাইয়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটিকে ৬ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ‘‘বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’’