গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় নারায়ণ চন্দ্র দাস (৩৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণ চন্দ্র দাস উপজেলার নলছাটা গ্রামের চণ্ডী রঞ্জন দাসের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, ‘‘বিকেলে নারায়ণ ও ইমন মোটরসাইকেলে নলছাটার দিকে যাচ্ছিলেন। দড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারায়ণের মৃত্যু হয়। আহত হন ইমন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’