সারা বাংলা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা, নিহত ১

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রলির সঙ্গে ধাক্কায় রবিউল মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী ইউনিয়নের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো কর্মস্থল কলাপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিউল। সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা দিলে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’