ক্যাম্পাস

বেরোবিতে শীতকালীন ছুটি ১৭ দিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৭ দিনের শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

‎‎শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। আরেক অংশ চলতি বছরের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দাবি করেছেন।

‎বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ‘‘মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। যার মধ্যে, শুক্র ও শনিবারের ছুটিও রয়েছে।’’