ধর্ম নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হজরত মাওলানা এমদাদুল হক ও দলটির সাধারণ সম্পাদক হজরত মাওলানা শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা ও আলেম সমাজের প্রতিনিধিরা অংশ নেন।