পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি)। খবর দ্য ডনের।
সিটিডি এক বিবৃতিতি বলেছে, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কাজী তালাব চেকপোস্টে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলার জবাবে হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব মোহমান্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন।
এতে আরো বলা হয়, অভিযান চলাকালীন পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেন। তবে, অভিযানের সময় হেড কনস্টেবল ওয়াহিদ শাহ, হেড কনস্টেবল হিকমত খান এবং আব্দুল সামাদ নামে তিন পুলিশ সদস্য শহীদ হয়েছেন।
সিটিডির বিবৃতিতে বিস্তারিতভাবে বলা হয়, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে দুই ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলেছে। সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা রাতের অন্ধকার ও পাথুরে পাহাড়ি পথের সুযোগ নিয়ে তাদের মরদেহ এবং আহতদের সাথে নিয়ে পালিয়ে যায়। তবে, তল্লাশি ও অবরোধ অভিযানের সময় একজন সশস্ত্র সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না।’
তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার আছে বলে জানান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে প্রদেশে। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সরকারের সঙ্গে বিদ্যমান এক অস্ত্রবিরতি ২০২২ সালের নভেম্বরে ভেঙে দেওয়া পর থেকেই সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে। টিটিপি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদেরকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।