তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই বৈশ্বিক আসরের আগে শেষ প্রস্তুতি সিরিজ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আইরিশদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়েই এবার ছোট ফরম্যাটের লড়াইয়ে নামছে টাইগাররা।
টেস্টের ধারাবাহিকতা যথারীতি টি-টোয়েন্টিতেও বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। প্রথম ম্যাচে পাঁচ বোলার নিয়ে সাজানো একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিজ ও জশ লিটল।