বিনোদন

আইয়ুব বাচ্চু স্মরণে ‘ব্যান্ড ফেস্ট’

বরাবরের মতো আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’, যা প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজন করা হবে।  

এই উৎসবে ১২টি ব্যান্ড অংশ নেবে। ব্র্যান্ডগুলো হলো—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। পাঁচ দিনব্যাপী এই আয়োজন চ্যানেল আইয়ের পর্দায় সকাল ১১টায় সরাসরি সম্প্রচার হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামীম আহমেদ, ব্যান্ড উৎসবের প্রকল্প পরিচালক রাজু আলীম, পরিচালক অনন্যা রুমা প্রমুখ।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “আগামী বছর এই উৎসবকে বৃহৎ আকারে করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি, সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে।”  

ডা. আশীষ কুমার বলেন, “আমাদের প্রতিষ্ঠান সবসময়েই শিল্পী ও মিউজিশিয়ানদের সঙ্গেই আছে। এই উৎসবে সম্পৃক্ত হতে পেরে আমাদের ভালো লাগছে।” 

উল্লেখ্য, ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে।