সারা বাংলা

বিয়ানীবাজারে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে পিকআপের চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার-সারপার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াছমিন উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের আব্দুল করিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ জিয়াছমিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘‘ঘাতক পিকআপটি শনাক্তে পুলিশ কাজ করছে।’’