সারা বাংলা

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন বালা (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিটন বালা ওই গ্রামের সুধীর বালার ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বোরো ধানের বীজতলায় বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে।