খুলনা মহানগরীর খালিশপুরে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামে অপর এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় ঈশান ও রাজকে ছুরিকাঘাত করা হয়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঈশানের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, “ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ঈশান ও রাজ ছুরিকাঘাতে আহত হন। ঈশানের পেটের ডান পাশে গুরুতর জখম ছিল। হাসপাতালে তার মৃত্যু হয়। আহত রাজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”
তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।