সারা বাংলা

নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম

নেতৃত্বের অযোগ্যতার কারণে পিছিয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, “দুর্নীতির কারণে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শাপলা চত্বর মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাদিক কায়েম বলেন, “সম্ভবনার পাহাড়ে ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে উন্নয়ন ঘটেনি।” তিনি পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ডাকসু ভিপি বলেন, “কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ গড়ে উঠলে শিক্ষাক্ষেত্রে অগ্রগতিসহ উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের আহ্বান জানাচ্ছি।”

খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এয়াকুব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের  ভিপি হাসান আল বান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদ (চাকসু)র নির্বাহী সদস্য মো. আবু আয়াজ।