নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস্য খামারের পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া হৃদয় সৈয়দপুর সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন। গত দশ বছর ধরে পরিবার নিয়ে চন্দ্রাইল এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের ভাই মনু মিয়া বলেন, “আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ ছিল। তাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি। আজ সকালে পুকুরে ভেসে থাকা মরদেহের খবর পেয়ে ছুটে আসি। মরদেহটি ছিল পুকুরের মাঝখানে। উদ্ধারের পর লাশটি আমার ভাইয়ের বলে শনাক্ত করি।”
স্থানীয়রা জানান, সকালে মরদেহ ভেসে থাকার খবরে এলাকার মানুষ পুকুর পাড়ে জড়ো হন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভাইয়েরা এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেন।
ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “৯৯৯- নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আমরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা পরিচয় শনাক্ত করেছেন।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান।”