দক্ষিণ সিরিয়ার একটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত বেইত জিন এলাকায় ইসরায়েলি অভিযান এক বছর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোর ৩টা ৪০ মিনিটে ইসরায়েলি বাহিনী বেইত জিনে গোলাবর্ষণ করে এবং ইসরায়েলি সেনারা গ্রামে প্রবেশ করে। বাসিন্দারা ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়।
সেনাবাহিনী এবং স্থানীয় একজন সিরিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দুইজনকে গ্রেপ্তার করেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বেইত জিন শহরে ইসরায়েলের অনুপ্রবেশের ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে এবং একে ‘সম্পূর্ণ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “এই গুরুতর আগ্রাসন এবং এর ফলে হতাহত ও ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে দায়ী করা হচ্ছে। এই অপরাধমূলক হামলার ধারাবাহিকতা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং পরিস্থিতি অস্থিতিশীল করার ও বলপ্রয়োগের মাধ্যমে একটি আক্রমণাত্মক বাস্তবতা চাপিয়ে দেওয়ার একটি নিয়মতান্ত্রিক নীতির প্রেক্ষাপটে আসে।”