সাতসতেরো

আল্লামা মুহাম্মদ ইকবালের বিখ্যাত দশটি উক্তি

অবিভক্ত ভারতবর্ষের একজন প্রখ্যাত মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ ছিলেন আল্লামা মুহাম্মদ ইকবাল। মুসলিম জাতির অধঃপতন তাকে পীড়া দিয়েছিল। বিশ্ববিজয়ী মুসলিম জাতির অধোগতির কারণ খুঁজতেন এই দার্শনিক। তিনি তার কবিতা ও দর্শনের মাধ্যমে সেই অধোগতির কারণ বিশ্লেষণ ও সমাধানের নির্দশনা দান করেন। মুসলিম জাতিকে আত্মকলহ, ক্ষুদ্র স্বার্থ ও বিভেদ ভুলে সাম্য, মৈত্রী ও বিশ্বভ্রাতৃত্বের পতাকাতলে সমবেত হবার আহবান জানান।

ইকবালের দর্শনের মূল কথা হলো ‘খুদি’ বা আত্মপরিচয়। যা ব্যক্তিদের নিজেদের সম্ভাবনা উপলব্ধি করতে এবং আত্মবিশ্বাস তৈরি করতে উৎসাহিত করে। তিনি মুসলিম উম্মাহকে তাদের বিলুপ্ত গৌরব ফিরিয়ে আনতে এবং ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছিলেন। আল্লামা মুহাম্মদ ইকবালের উক্তিগুলো আপনাকেও অনুপ্রাণিত করতে পারে। 

 ১. অহংকারের চূড়ান্ত লক্ষ্য কিছু দেখা নয়, বরং কিছু হওয়া।

২. যাদের চিন্তাভাবনার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের চিন্তার স্বাধীনতা দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. আমি আকাশের শিরাগুলির গতিবিধি এবং চাঁদের শিরাগুলিতে রক্ত প্রবাহিত হতে দেখেছি।

৪. ভোগবিলাস বাড়িয়ে কী উপকারে আসবে! উঠ, চোখ মেলো, প্রিয় রবকে কর স্মরণ!

৫. সব কিছু চেয়েছি, শুধু তাকেই চাইতে ভুলে গেছি!

৬. এমন জীবন অতিবাহিত করে কী উপকারে আসবে! যৌবনকালে ভুলে গিয়েছ তোমার রবকে, ক্ষমতার বলে দেখিয়েছ দাপট।

৭. সমস্ত জ্ঞানই ততক্ষণ অকেজো যতক্ষণ না তা তোমার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে, কারণ জ্ঞানের উদ্দেশ্য নিজেকে ছাড়া আর কিছু নয়।

৮. বিশ্বাসীদের জীবন সূর্যের মতো। এদিকে ডুবে, ওদিকে ওঠে; ওদিকে ডুবে, এদিকে ওঠে।

৯. যদি তুমি কিছু সঠিকভাবে করতে চাও, তাহলে নিজেই করো।

১০. হতাশ হইয়ো না - যদি তোমরা সত্যিকারের মুমিন হও, তাহলে তোমাদেরই জয় হবে।