রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জাপার, সুস্থতা কামনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

শনিবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, এক সময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত। তাছাড়া এক সময় আমরা বেগম খালেদা জিয়া ও পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সে স্মৃতি আমাদের মনে পড়ছে। 

জাপা নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য উদারতা ও ভালোবাসার প্রতীক। বেগম খালেদা জিয়া আজীবন সেই ধরনের রাজনীতির চর্চা করেছেন। জাতীয় পার্টিও সে রাজনীতিতে বিশ্বাসী। তাছাড়া বেগম জিয়া শুধু বিএনপি চেয়ারপার্সনই নয়, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক। নিশ্চয় সরকার এবং তার দল বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন।  আমাদের বিশ্বাস, দেশের অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারো পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ প্রদান করবেন।