সারা বাংলা

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

বগুড়ার নন্দীগ্রামে কুড়াল দিয়ে স্ত্রী মোরশেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তায়েজ উদ্দিনের (৫০) বিরুদ্ধে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শামছুর রহমান এলাকাবাসীর বরাতে জানান, ‘‘তায়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে মোরশেদা বেগম গোসল করে বাথরুম থেকে বের হলে তাকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন তায়েজ উদ্দিন।’’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) হোসাইন মো. রায়হান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও তায়েজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে এসেছে।’’

তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার স্থানীয়ভাবে জেনেছি, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তবে, কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’