সারা বাংলা

মোটরসাইকেল থেকে ছিটকে পড়া সিফাতকে পিষে দেয় ট্রাক

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় সিফাত (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিফাত ধনুয়া হাজী মার্কেট এলাকার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত মোটরসাইকেলে জৈনা বাজার থেকে ধনুয়া হাজী মার্কেট এলাকায় যাচ্ছিল। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর সিফাত রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’