সঠিক যত্নের অভাবে স্বর্ণের গহনাও রং হারাতে পারে। ক্লোরিন, ব্লিচ, পারফিউম, হেয়ারস্প্রেসহ অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলুন, কারণ এগুলো স্বর্ণের ক্ষতি করতে পারে বা বিবর্ণ করে দিতে পারে। বিশেষ করে পারফিউম ও কসমেটিকস-এর সংম্পর্শে স্বর্ণের চকচকে ভাব নষ্ট হতে পারে। গহনা যাতে আর্দ্র হয়ে না পড়ে এজন্য শুকনো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করা উচিত। আর সংরক্ষণের আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে।
গহনাগুলো দ্রবণে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে দিন। ছবি: সংগৃহীত
যেভাবে পরিষ্কার করবেন একটি পাত্রে হালকা গরম পানি এবং অল্প পরিমাণ ডিটারজেন্ট মিশিয়ে দ্রবণ তৈরি করুন। গহনাগুলো দ্রবণে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে দিন। এবার একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে ময়লা পরিষ্কার করুন। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।
সংরক্ষণের টিপস
এক. পারফিউম, হেয়ারস্প্রে, লোশন এবং অন্যান্য কসমেটিকস সরাসরি গহনার ওপর লাগাবেন না, কারণ এগুলো ধাতুর ঔজ্জ্বল্য নষ্ট করতে পারে।
দুই. দীর্ঘ সময় পানির সংস্পর্শে রাখা যাবে না।
তিন. গহনাগুলো আর্দ্রতা থেকে দূরে একটি শুকনো, ঠান্ডা জায়গায় রাখুন।
চার. একটি নরম কাপড় দিয়ে গহনা মুড়ে বা আলাদাভাবে গহনার বাক্সে রাখুন। যাতে একটি অন্যটির সঙ্গে ঘষা না লাগে।
পাঁচ. সরাসরি সূর্যালোক বা অতিরিক্ত তাপের সংস্পর্শে দীর্ঘক্ষণ রাখবেন না।