পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির সিনেটর খুররম জিশান শনিবার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি।
তিনি জানান, পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে।
পাকিস্তান থেকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে খুররম জিশান বলেন, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তা নিয়ে ভীত। এ কারণে তারা ইমরানের ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি।
চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের বেশ কয়েকটি সামাজিকমাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও গত এক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে তার বোনদের সাক্ষাৎ করতে না দেওয়ায় এই গুজব ডালপালা গজাতে শুরু করে।
জিশান বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে আইসোলেশনে রাখার পর তার পরিবার, তার আইনজীবী, এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সিনিয়র নেতৃত্বকেও তার সাথে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু করার চেষ্টা করছে।”