সারা বাংলা

কুষ্টিয়ায় জনি হত্যা মামলায় গ্রেপ্তার ২

কুষ্টিয়ার দৌলতপুরে জনি ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনির ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনি মহিষকুন্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘‘মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’