খেলাধুলা

অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক-মুমিনুল

বিপিএল নিলামের প্রথম ডাকেই অবিক্রিত থাকার অস্বস্তিকর মুহূর্ত পার করতে হয়েছিল দেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তবে দীর্ঘ অপেক্ষার পর সেই অনিশ্চয়তার অবসান হলো। দ্বিতীয় ধাপেই ঠিকানা মিলেছে তিন জনেরই।

নিয়ম অনুযায়ী প্রথমবার বিক্রি না হলে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ২২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ওঠার কথা ছিল মুশফিক ও মাহমুদউল্লাহকে। কিন্তু দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে বিপিএল কর্তৃপক্ষ সেই পথ বেছে নেয়নি। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্যই বহাল রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সেখানে মাহমুদউল্লাহ রিয়াদকে ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর রাইডার্স। অন্যদিকে মুশফিকুর রহিমকে একই ভিত্তিমূল্যে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

প্রথম ডাকেই উপেক্ষিত হওয়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও শেষ পর্যন্ত নতুন ঠিকানা পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে তাকে দলে টেনে নেয় সিলেট টাইটানস।

তাদের তিনজনেরই নিলাম-আনন্দ কিছুটা দেরিতে এলেও শেষ পর্যন্ত দল পাওয়া স্বস্তি এনে দিল বিপিএলের আলোচনার টেবিলে।

তরুণদের ভিড়ে সিনিয়রদের অভিজ্ঞতা এবারের মৌসুমে কতটা মূল্য রাখে সেটা এখন দেখার অপেক্ষা মাঠের পারফরম্যান্সে।