সারা বাংলা

চট্টগ্রামে পরিবহনে চাঁদা তোলার সময় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পরিবহন থেকে চাঁদা তোলার সময় যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ নভেম্বর) রাতে নগরের নতুনব্রিজ গোলচত্বর ম্যাক্সিমা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান বাপ্পি (২৫)। তার কাছ থেকে চাঁদার ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের ডিসি  (ডিবি, বন্দর) আবু বক্কর সিদ্দিক জানান, পরিবহনে চাঁদাবাজদের গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদা আদায়ের সময় যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

পরিবহনে চাঁদাবাজি বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।