মিডিয়া

ডিআরইউর নতুন কমিটিকে শুভেচ্ছা বিডিজেএর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউর নতুন কমিটিতে স্থান পাওয়া বরিশাল বিভাগের সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন বিডিজেএর সভাপতি তরিকুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকত।

শুভেচ্ছা বার্তায় বিডিজেএর শীর্ষ নেতারা বলেছেন, বরিশালের কৃতি সন্তানরা ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। নির্বাচিত কমিটি আগামীতে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করবেন, এ প্রত্যাশা করছি। যারা বিজয়ী হতে পারেননি, তারাও ডিআরইউ তথা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন, এ প্রত্যাশা করছি। 

বিডিজেএর অন্য সদস্যদের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জয়ী হয়েছেন সহ-সভাপতি মাহদি আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদী।