সারা বাংলা

পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১ ডিসেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার দেওভোগ বাজার এলাকার পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শিশুটির বয়স ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেছেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে এখানে এনে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।