সারা বাংলা

আজ দিনাজপুরে তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি 

শীতে কাবু হয়ে পড়ছেন উত্তরের জেলা দিনাজপুরের মানুষ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড  হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

তিনি জানান, একই সময় দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪, সৈয়দপুর ১৪.৪, নীলফামারীর ডিমলায় ১৪.৪,  বগুড়ায় ১৫.৬, পাবনার ঈশ্বরদীতে ১৫.৩, কুড়িগ্রামের রাজারহাটে ১২.০, নওগাঁর বদলগাছিতে ১৪.২, যশোরে ১৭.০, চুয়াডাঙ্গায় ১৫.৮ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।